রহস্য গল্প পড়তে কোন বাঙালি পাঠক না ভালোবাসেন? রহস্য গল্পের নাটকীয়তা, গল্পের প্প্লটের জটিলতা, আর রহস্যের জট ছাড়ানোর প্রবল ইচ্ছা, এই তিনে মিলে যেকোনো পাঠক কে রহস্যগল্পের প্রবল ভক্ত করে তুলতে পারে। বাঙালি পাঠকের এই রহস্যপ্রিয়তাকে পূর্ণ করতেই সুজিত বসাক এই রহস্য সংকলন নিয়ে এসেছেন। কথ্য বাংলায় লেখা এই রহস্য গল্পের সংকলন লেখক হিসেবে সুজিতের যেমন জাত চেনায়, ঠিক তেমনই পাঠকের কাছ থেকেও বুদ্ধিদীপ্ত, ধারালো মননের দাবি রাখে। সংকলনের চারটি গল্পই পাঠক কে প্রথম থেকে শেষ অব্দি স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেয় না।
If you are a BSPP, Login to your account and use the coupon code provided to get a huge discount
It is almost impossible to find a Bengali reader who does not like to read detective novels. The criticality of the stories, the drama, the brain work and the puzzle; all of this is enough to leave any reader breathless with excitement. To fan the old flame of the thrill-seeking Bengali readers, Sujit Basak has come up with a book full of thrillers. Written in easy and colloquial Bengali, all four of these novels showcase the ability of Sujit as a writer. The stories also bear the clear mark of the impeccable rationale of a razor-sharp mind. Bound in two covers, this book presents to you four blood-curling stories named, ori songhar, rabon rohosyo, kuheli jale, and chora kuthuri.
Click on our representative below to chat on WhatsApp or send us an email to cslfbooks@gmail.com