সারা পৃথিবী জুড়ে কত রহস্যময় জিনিস ছড়িয়ে রয়েছে। মাল্টার ম্যাঘট্যাব, পেরুর ন্যাজকা লাইন, ইস্টার আইল্যান্ডের মোয়াই, হ্যাসডেলেনের আলো, চীনের ড্রপা পাথর, মহেঞ্জোদড়োর আয়না… এরকম কত কী। মানুষ আজও সে সবের কূলকিনারা করতে পারেনি। কত বৈজ্ঞানিক সেই সব রহস্যের সমাধান করতে চেয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত তার গভীরে যেতে পারেননি। রিটায়ার্ড প্রফেসর এবং আর্কিওলজিস্ট কোকোর বড়মামা দীপাঞ্জন বসু সেইসব রহস্যেরই পেছনে পাগলের মতো ছুটে চলেছেন। কত বিপদ এসেছে, রয়েছে মৃত্যুর হাতছানি। তবু তা উপেক্ষা করে তিনি সেইসব যুগযুগান্তের রহস্যগুলির সমাধান করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সঙ্গে রয়েছে তার একমাত্র বোনপো কোকো। এই গল্পগুলো বড়মামা আর কোকোর বিভিন্ন রহস্যময় অ্যাডভেঞ্চারের সংকলন।
If you are a BSPP, Login to your account and use the coupon code provided to get a huge discount
Throughout the world, numerous mysterious phenomena remain unsolved. From the Malta Megaliths and Peru’s Nazca Lines to Easter Island’s Moai statues, the Hessdalen Lights, China’s Dropa Stones, and the Indus Valley Civilization’s mysteries, many puzzles defy explanation. Despite efforts by scientists like retired professor and archaeologist Kokor Bormama Deepanjan Basu, these enigmas continue to elude comprehensive understanding. With dangers and even fatalities associated with exploring these mysteries, Basu and his only companion, his sister Koko, persist in their quest to unlock the secrets of these ancient riddles, making their adventures legendary.
Click on our representative below to chat on WhatsApp or send us an email to cslfbooks@gmail.com