মন জানে পাপ: ডাক্তার সোমদেব গুহ (তথা বুড়ো গোয়েন্দা) কলকাতা শহরের খ্যাতিমান চিকিৎসক তথা অজ্ঞানবিদ হলেঝ সত্যান্বেষি হিসেবেই তাঁর পরিচিতি বেশি। নিজেই বলেন, তিনি গল্পের ব্যোমকেশ, কিরীটি বা ফেলুদা নন, বাস্তবের গোয়েন্দা তথা সত্যান্বেষি। কৃতী লেখক নবকুমার বসু-র কলমে তাঁর অন্বেষণের কাহিনি সাহিত্যে রূপায়িত হয়। বর্তমান কাহিনিটি কলকাতার প্রান্তসীমায় অবস্থিত ‘সুদক্ষিণা’ নার্সিংহোমকে কেন্দ্র করে। রুদ্ধশ্বাস রহস্য উন্মোচনের সঙ্গেই, এই উপন্যাসে সাহিত্যপাঠের স্বাদ ছাড়াও পাঠককে এক গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেন দায়িত্বশীল, সচেতন লেখক।
নিশীথে সংহার: সত্যান্বেষি ডাক্তার সোমদেব গুহ ও তার সহকারী সাংবাদিক মানিক ব্যানার্জি অভিন্ন হৃদয় বন্ধু হলেও, তাদের আটপৌরে পরিচিতি: ‘বুড়ো গোয়েন্দা ও মানিক অ্যাসিসট্যান্ট’। সাংবাদিক হিসেবেই মানিকের পরিচয়ের বৃত্ত বড়। সিনেমা ইন্ডাস্ট্রির ক্যামেরাম্যান সুজন রাউত- ও সেই বৃত্তের অন্তর্গত। কিন্তু সুজনের ব্যক্তিজীবনের বেহিসাব ও শৃঙ্খলহীনতা মানিকের সঙ্গে ঘনিষ্ঠতায় ব্যবধান রচনা করেছিল। তা সত্ত্বেও সুজনের অভিশপ্ত দুর্ঘটনায় মৃত্যুসংবাদে মানিক ছুটে না গিয়ে পারেনি। কিন্তু অকুস্থলে পৌঁছে সত্যান্বেষির সহকারী হিসেবেই মানিকের মনে প্রশ্ন জাগে, সুজনের মৃত্যু কি সত্যি দুর্ঘটনাই? বিশিষ্ট কথাকার নবকুমার বসুর ভাবনায়,ভাষায়,সংলাপে আর কাহিনির নিবিড় বুনোটে এই উপন্যাস হয়ে ওঠে যুগোপযোগী, উপভোগ্য এবং মানবিকও।
If you are a BSPP, Login to your account and use the coupon code provided to get a huge discount
Mon Jane Paap (The Mind Knows the Sin):
Dr. Somdeb Guha, a renowned neurologist in Kolkata, is better known as a real-life detective (Buro Goyenda). His investigations, penned by Nabakumar Basu, are both thrilling and thought-provoking. This story revolves around Sudakshina Nursing Home, where a gripping mystery unfolds, raising a significant moral question for readers.
Nishithe Sanghar (Slaughter at Midnight):
Detective Dr. Somdeb Guha and journalist Manik Banerjee, known as the “Buro Goyenda and Manik Assistant,” investigate the mysterious death of cameraman Sujan Raut. Was it truly an accident? In this compelling novel, Nabakumar Basu blends suspense with literature, making it both engaging and insightful.
Click on our representative below to chat on WhatsApp or send us an email to cslfbooks@gmail.com