রাতের অন্ধকারে অন্যায়কারীদের শাস্তি দিতে আসে এক কালো ঘোড়ার সওয়ার। আমেরিকা তখন সদ্য স্বাধীন হয়েছে। নতুন দেশ। তাই বিভিন্ন জায়গায় মাৎসন্যায় চলা একটা দৈনন্দিন ব্যাপার। সরকারি কর্মচারীদের ছোটোখাটো অন্যায়গুলো লোকে তেমন গায়ে মাখে না বটে, কিন্তু মাঝেমাঝে তা মাত্রা ছাড়িয়ে যায়। সাধারণ মানুষ আর আমেরিকার নেটিভদের এই অত্যাচারের হাত থেকে বাঁচানোর কেউ নেই। শুধু একজন ছাড়া। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এই মুখোশধারী ভিজিল্যান্টির দেখা মেলে মাঝে মাঝে। তার কোমরে তলোয়ার, হাতে কখনও চাবুক কখনও বন্দুক। লড়াইয়ের সময় অবশ্যই তার বিশ্বস্ত হাতিয়ার তার তলোয়ারটাই। সেনারা তাকে খুঁজে বেড়ায়, তার মাথার দাম হিসেবে গভর্নর সাহেব অনেক টাকার পুরস্কার ঘোষণা করেছেন। কিন্তু তাকে ধরা সহজ নয়। সে সম্ভ্রান্ত পরিবারে আদব-কায়দা মেনে চলে, লোকটা শিয়ালের মতো ধুর্ত বলে তাকে ঐ অঞ্চলের সকলেই ডাকে সেনর জোরো নামে। স্প্যানিশ ভাষায় জোরো শব্দটির অর্থ শেয়াল।
গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯২৪ সালে ‘দ্য মার্ক অফ জোরো’।
If you are a BSPP, Login to your account and use the coupon code provided to get a huge discount
The Mark of Zorro is a 1919 adventure novel by Johnston McCulley, originally published as The Curse of Capistrano. It introduces the masked vigilante Zorro (Don Diego Vega), who defends the oppressed in Spanish California. By day, Diego pretends to be a lazy nobleman, but by night, he dons a black mask and cape to fight injustice with his sword and cunning. The novel became famous after the 1920 silent film adaptation starring Douglas Fairbanks, which led to its reissue as The Mark of Zorro. It is a classic tale of heroism, romance, and rebellion against tyranny.
Click on our representative below to chat on WhatsApp or send us an email to cslfbooks@gmail.com