পাগলা মৌলবী আদতে কিন্তু পাগল নন, তিনি অত্যন্ত সহজ বুদ্ধি একজন সোজা মানুষ। যদিও তার বাবা তাকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করে তুলেছিলেন, কিন্তু ধর্মীয় অনুশাসন তার স্বচ্ছ চিন্তা ধারাকে কলুষিত করতে পারেনি। নিজের তাগিদেই তিনি আধুনিক ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছেন এবং একটি স্কুল গড়ে তুলেছেন স্থানীয় ছাত্রদের জন্য। কিন্তু সংকীর্ণমনা ক্ষমতালোভী মানুষের দল তার এই সহজভাবে চিন্তা করার ক্ষমতা আর যুক্তি দিয়ে বিশ্লেষণের ক্ষমতাকে সহ্য করতে পারেনি। তাই তারা তার নামকরণ করে ‘পাগলা’। এই গল্প সংকীর্ণমনা একদল মানুষের বিরুদ্ধে এক শক্ত মেরুদন্ডের মানুষের লড়াইয়ের কথা এই সংকলনের বাকি গল্পগুলো একই রকম ভাবে পাঠককে এক অন্যরকম জগতের সন্ধান দেয়। এই বইয়ের প্রতিটাই গল্পই লড়াইয়ের গল্প প্রত্যেকটি গল্পের মাধ্যমে লেখক বোঝাতে চেয়েছেন কিভাবে সব মানুষই পারে তার নিজের মতো করে ক্ষমতার অপব্যবহারকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে।
If you are a BSPP, Login to your account and use the coupon code provided to get a huge discount
‘Pagla Maulbi’ is not ‘pagla’ (insane) at all. He is very sane and serious. His father sent him to a madrasah. But religious education did not make him a narrow-minded bigot. He was practical and pragmatic. He preached modern education in English and science. He himself took modern education and established a school for the benefit of the local students. The narrow-minded and power-hungry bad people with vested interest in corruption and keeping the poor backward could not tolerate him and despised him as ‘pagla’ and violator of religious norms. To safeguard their interest they convened an assembly to try him for violating religion but were badly vanquished.
The other stories are equally revealing.
Najma of ‘Aparajita’ was the daughter of a maulbi. But her rebellious mother sent her to modern school. Up to college days she used to wear burqa. But, being encouraged by her mother, she discontinued it during M Sc. She was married to government physician. When her husband was caught with a beautiful nurse, she left her in-laws’ house with the help of her college mates. With the help of her teacher she prepared for competitive examinations and became a Dy Superintendent of Police. She turned down the offer of her physician ex-husband for reconciliation.
Click on our representative below to chat on WhatsApp or send us an email to cslfbooks@gmail.com