বইয়ের দোকানে বা লাইব্রেরির অজস্র বইয়ের ভিড়ে আজ অবধি কটা বই খুঁজে পেয়েছেন যা অন্যভাবে সক্ষম মানুষদের কথা বলে? নন ফিকশনে ভিন্ন ভাবে সক্ষম মানুষদের উপর লেখা একাধিক বই থাকলেও ফিকশনে, বিশেষত বাংলা সাহিত্যের ক্ষেত্রে তার সংখ্যা নিতান্তই নগন্য। আমি ও সে বইটিতে লেখক সুশান্ত কুমার বিশ্বাস সেই না বলা মানুষদের গল্পই বলতে চেয়েছেন। ভিন্ন স্বাদের তিনটি গল্পে তিনি তাদের দৈনন্দিন টানাপোড়েন, ভালবাসার গভীরতা, সমস্যার আঁকিবুকিতে বোঝাই জীবনের গল্প বলেছেন। রহস্য থেকে শুরু করে প্রেম, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে লেখক তৈরি করেছেন অপূর্ব এক চালচিত্র জা পাঠকদের এক সম্পূর্ন অনাস্বাদিত দিকের সন্ধান দেবে।
If you are a BSPP, Login to your account and use the coupon code provided to get a huge discount
How many books have you ever found in a bookstore or library that talks about the story of untold people? Although there are many books written differently in non-fiction, the number is negligible in fiction, especially in Bengali literature. Author Sushant Kumar Biswas wants to tell the story of those untold people in the book *Aami o Se* . In three stories of different taste, he tells the story of their daily tension, depth of love, life full of problems. Starting from mystery to love, the author has combined all these to create a wonderful thriller that will take the readers to discover a completely unexplored side.
Click on our representative below to chat on WhatsApp or send us an email to cslfbooks@gmail.com