“বিভূতিভূষণের ‘পথের পাঁচালি’-র অমর চরিত্র হরিহর রায় একবার তাঁর ছেলেকে ‘হাঁ করা ছেলে’ বলেছিলেন। যা দেখে তা-ই নাকি সে হাঁ করে গেলে। তখন ছোট মাথায় কাঁচা ভাবনার কারণে সে কথার মানে বুঝিনি, কিন্তু এখন বুঝতে পারি সেসব মানুষগুলোর মধ্যেই লুকিয়ে থাকে ভবিষ্যত গভীরতার ব্যপ্তি। সেই ব্যপ্তি তাকে গড়ে তোলে পরিণতমনস্ক সংবেদনশীল মানুষ হিসেবে।
এ পৃথিবীতে মানুষ মানুষের শত্রু, আবার বন্ধুও। মানুষের মধ্যেই আলো-অন্ধকার, সত্যি-মিথ্যে, সততা ও অসততার মিশেল। তারা সবাই মিলে তৈরি করে মানবসভ্যতার ইতিহাস, তাই মানুষের কথা ছাড়া পৃথিবীর কথা হয় না। তার সঙ্গে প্রকৃতি। দুইয়ে মিলে তৈরি করে মানবজমিন। তাঁদেরই সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি হাবাগোবা সাধারণ সহজ-সরল মানুষদের কথা নিয়ে আমার এই গল্প সংকলন বলদনামা ও অন্যান্য গল্প, যাঁদের বোকামির আড়ালে থাকে মানুষের ভাল করার এক আপোশহীন প্রয়াস।”
If you are a BSPP, Login to your account and use the coupon code provided to get a huge discount
Click on our representative below to chat on WhatsApp or send us an email to cslfbooks@gmail.com