প্রতিদিন নানা রকম হিংসার সম্মুখীন হতে হয় আমাদের। দেশ দখলের যুদ্ধ, রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াই, পাড়ায় পাড়ায় ঘটে চলা প্রাত্যহিক হিংসা, ব্যক্তির সঙ্গে ব্যক্তির দ্বন্দ্ব, গার্হস্থ্য হিংসা, খুন, ধর্ষণ, যৌন অত্যাচার, ধর্মের নামে লড়াই বর্ণের কারণে নিপীড়ন আমাদের ক্রমাগত ক্লান্ত করে।
কিন্তু এই অস্থিরতা এই ক্লান্তি মানব সমাজের ভবিতব্য হতে পারে না। মুষ্টিমেয়র ভোগলালসা নিত্যনতুন মারণাস্ত্র আবিষ্কারের উদ্যোগী। দুই বিশ্বযুদ্ধ যেমন রাজনৈতিক কারবারিদের কিছুই শেখাতে পারেনি, তেমনি হিংসার শেষ পরিণতি যে আরেকটি হিংসাতে উপনীত হয় তাও হিংসার পূজারিরা বিশ্বাস করেননি। দুর্ভাগ্য অনেক সময় সাধারণ মানুষ গণ হিস্টোরিয়া আক্রান্ত হয়ে হিংস্র আচরণ করেন। এই উন্মত্ততা বন্ধে প্রাচীন কবির আকুলতা, মহামানবদের বাণী, শুভবুদ্ধি সম্পন্ন রাষ্ট্র নায়কদের আবেদন বারবার ব্যর্থ হয়েছে। তবুও মানুষ আশাবাদী। আমাদের এই সংকলন সেই আশাবাদ এর গল্প হিংসা বিরোধিতার গল্প।
If you are a BSPP, Login to your account and use the coupon code provided to get a huge discount
Every day, we encounter various forms of violence. Wars over territorial dominance, political power struggles, everyday violence in neighborhoods, personal conflicts, domestic abuse, murder, rape, sexual assault, religious clashes, and racial oppression relentlessly exhaust us.
However, this unrest, this exhaustion, cannot be the destiny of human society. A handful of individuals, driven by greed, constantly strive to invent new weapons of destruction. Just as the two World Wars failed to teach political players any lessons, worshippers of violence refuse to acknowledge that violence ultimately leads to more violence. Tragically, at times, ordinary people, gripped by mass hysteria, also engage in violent behavior.
The desperate pleas of ancient poets, the teachings of great souls, and the appeals of wise leaders have repeatedly failed to put an end to this frenzy. Yet, humanity remains hopeful. This collection is a testament to that hope—a collection of stories opposing violence.
Click on our representative below to chat on WhatsApp or send us an email to cslfbooks@gmail.com