মুঘল সাম্রাজ্যের নীতি ছিল কোনও মুঘল রাজকন্যার বিবাহ হবে না, কেননা তাতে সাম্রাজ্যের ভাগাভাগি হওয়া সম্ভাবনা থাকে। অথচ শাহাজাহান কন্যা জাহানারা ভালোবেসে ফেলেছিলে একজন রাজপুত পুরুষকে, তবে সে প্রেম কখনও পরিণতি পায়নি। প্রখর ব্যক্তিত্বসম্পন্ন জাহানারাও কখনও তার ভালোবাসাকে জনসম্মুখে প্রকাশিত হতে দেননি বা মুঘল রাজ দরবারে প্রবল ক্ষমতাশালী হওয়া সত্বেও পারিবারিক রীতি লঙ্ঘনের চেষ্টা করেননি। কিন্তু তার এই প্রেমকে কেন্দ্র করে চলেছে মুঘল দরবারে এক জটিল রাজনীতি, যে রাজনীতির কেবল অসহায় দর্শক হয়ে থাকতেই বাধ্য হয়েছেন জাহানারা।
If you are a BSPP, Login to your account and use the coupon code provided to get a huge discount
The Mughal Empire had a policy that no Mughal princess would be married, as it could lead to the division of the empire. However, Shah Jahan’s daughter, Jahanara, fell in love with a Rajput man. But her love never reached its destination.
Despite having a strong personality and being highly powerful in the Mughal court, Jahanara never let her love become public or tried to break the royal tradition. Yet, this love story became the center of complex politics in the Mughal court, where Jahanara was forced to remain a helpless spectator.
Click on our representative below to chat on WhatsApp or send us an email to cslfbooks@gmail.com