চিরাচরিত কিশোর রচনা নিরিখে এই গ্রন্থে তিনটি কাহিনি ব্যতিক্রমী। ‘সোনার বুদ্ধ’ একটি গ্রামীণ পটভূমিতে মূর্তি চলাচালানের রহস্য উন্মোচনের কাহিনি। আর ‘জলপথের নিষিদ্ধ এলাকা’ ইংল্যান্ডে লেক ডিস্ট্রিক্ট নামের জনপ্রিয় ভ্রমণ আবাসে জলবিহারের ভয়ানক কাহিনি। দুটি বড় গল্পের মধ্যে লেখকের ব্যক্তিজীবনের অভিজ্ঞতা এমন আকর্ষণীয় বর্ণনায় ফুটে উঠেছে যা একই সঙ্গে কৌতুহলোদ্দীপক, রোমহর্ষক আবার আন্তরিক ও বটে।
‘শবদেহে রত্নসম্ভার’ উপন্যাসের বিষয়বস্তু বাংলা কিশোর উপন্যাসের ইতিহাসে নতুন তম সংযোজন। ডাক্তারি ছাত্রদের অ্যানাটমি ডিসেকশন করা এবং শেখার অভিজ্ঞতালব্ধ এহেন বিষয় নিয়ে রহস্য উপন্যাস রচিত হতে পারে এই ধারণা বঙ্গ সাহিত্যে ছিল না।
ডিসেকশন কালে মৃতদের পাকস্থলী থেকে রত্নসম্ভার আবিষ্কারের ঘটনা যে শেষ পর্যন্ত সমাজ ও প্রশাসনের কতটা গভীরে প্রথিত তার হদিশ পাওয়া যায় এই উপন্যাসের পর্ব থেকে পর্বান্তর পাঠ করার সময়। বিষয়বৈচিত্র্য এবং বর্ণনা ও সংলাপের মাধ্যমে এ রচনা শুধু কিশোরদের জন্যই না বাংলা সাহিত্য ও পাঠকদের জন্য এক চমকপ্রদ অভিজ্ঞতা হওয়ার দাবিদার। অতিপ্রাকৃত কিংবা তথাকথিত ভৌতিক গল্পের বাজারে বিজ্ঞাপনে যখন ক্লিশে হয়ে এসেছে বাংলা কিশোর সাহিত্য, বর্তমান তিনটি সাহিত্যই তখন পাঠকদের জন্য নতুনতর উপহার।
If you are a BSPP, Login to your account and use the coupon code provided to get a huge discount
Compared to traditional young teenage literature, the three stories in this book are quite different. Sonar Buddha is a mystery about smuggling statues, set in a rural village. The Forbidden Waters takes place in England’s Lake District, where a thrilling and dangerous event unfolds during a boat ride. In both long stories, the author’s personal experiences are described so vividly that they become exciting, suspenseful, and deeply engaging.
The novel Jewels in the Corpse is a unique addition to Bengali young teenage literature. The story revolves around medical students dissecting bodies as part of their anatomy studies—an unusual topic for a mystery novel in Bengali literature. During the dissections, they discover jewels inside the stomachs of the dead, leading to a gripping journey into society and law enforcement.
With its fresh themes, strong storytelling, and engaging dialogues, this book is not just for young readers but also a fascinating experience for all Bengali literature lovers. At a time when supernatural and ghost stories dominate the market, these three stories offer something truly new and refreshing.
Click on our representative below to chat on WhatsApp or send us an email to cslfbooks@gmail.com