শিবুখুড়ো আট থেকে আশি সবার খুড়োমাশাই৷ বয়সের গাছপাথর নেই৷ গায়ের রং ঘোরতর কৃষ্ণবর্ণ৷ মাথা জোড়া টাক৷ তার নীচে সাদা দু’জোড়া ভ্রু৷ গোঁফ-দাড়ির বালাই নেই৷ দাঁত ফোকলা, নাকের উপর মস্ত এক আঁচিল৷ এই চেহারায় খুড়ো তো একবার এক ভূতকেও ঠকিয়ে দিলেন৷ এই ভবঘুরে মানুষটি সারা জীবনে করেননি কী! যম যালপিন টু এ্যলিফ্যান্ট সব ব্যাবসাই করেছেন৷ আর সারা দেশময় ছড়িয়ে আছে খুড়োর সব বিচিত্র ভাইপোর দল৷ তাদের মধ্যে বিজ্ঞানী থেকে শুরু করে কবি, তান্ত্রিক, পকেটমার কোনও পেশার মানুষেরই অভাব নেই৷ তাদের প্রত্যেকের জীবন এক একটা গল্প অবাক! অদ্ভুতুড়ে!!
গত প্রায় চল্লিশ বছর ধরে গল্পবাজ শিবুখুড়ো এভাবেই পাঠকদের গল্প শুনিয়ে আসছেন৷ এই সংকলনে শিবুখুড়োর উনত্রিশটি হাস্য-রহস্য-অদ্ভুতুড়ে গল্প রাখা হয়েছে৷ এই সঙ্গে সংকলিত হয়েছে একটি শ্রুতিনাটক যা বহু অভিনীত এবং প্রশংসিত৷
আশা করা যায় আজকের সমস্যা জর্জরিত বাঙালি জীবনে শিবুখুড়ো অন্তত কিছুটা সময়ও হাসি ফোটাতে পারবেন৷
If you are a BSPP, Login to your account and use the coupon code provided to get a huge discount
Click on our representative below to chat on WhatsApp or send us an email to cslfbooks@gmail.com