একটি লোক দিনের পর দিন একটি খাড়াই পাহাড়ের গা বেয়ে বেয়ে একটি পাথরকে গড়িয়ে গড়িয়ে তোলার চেষ্টা করে আর ব্যর্থ হয়, ব্যর্থ হয় আর আবার চেষ্টা করে। এই বারংবার প্রচেষ্টা আর ব্যর্থতার পুনরাবৃত্তিই মানুষটির ভবিতব্য, কারণ সে অভিশপ্ত। গ্রিক পুরাণের আনাচে-কানাচে লুকিয়ে আছে এইরকম অজস্র সব অভিশপ্ত মানুষ, সিসিফাস, ইডিপাস, নার্সিসাসদের কাহিনী। রবার্ট গ্রেভসের দু’ খন্ডে প্রকাশিত ‘দ্য গ্রিক মিথস’ বইটিতে ছড়িয়ে আছে এই ধরনের অজস্র সব কাহিনি। সেখান থেকেই কিছু মণিমুক্তো তুলে এনে সাজিয়ে গেছেন লেখক জয়দেব ভুক্ত ‘গ্রিক পুরাণের কথা’ গ্রন্থে।
If you are a BSPP, Login to your account and use the coupon code provided to get a huge discount
A person spends day after day trying to roll a stone up a steep hill, only to fail each time and start over again. This endless cycle of effort and frustration mirrors the fate of many characters in Greek mythology, such as Sisyphus, Oedipus, and Narcissus. These tales of perpetual struggle are explored in Robert Graves’ two-part book “The Greek Myths.” Inspired by these narratives, Jayadev Bhukta crafted “Stories from Greek Mythology,” bringing to life the timeless stories of relentless human endeavor and inevitable disappointment.
Click on our representative below to chat on WhatsApp or send us an email to cslfbooks@gmail.com