রহস্যঘন পরিবেশ যেমন মানব মনে রোমাঞ্চ সৃষ্টি করে তেমনি রহস্যের ঘটনাবলী পাঠকের মনে এক ভয়াল রসের সঞ্চার ঘটায়। ছন্দা বিশ্বাসের ‘মনোলিথিয়া’ এমন কতগুলি গল্পের সংকলন যেখানে প্রকট হয়- কখনও পরিত্যক্ত দুর্গ, কখনও গা ছমছমে হানা বাড়ি আবার কখনও বা ভৌতিক কিছু অস্বাভাবিক ঘটনা; আর এই সব কিছুর মিশেলে মানব মন আবৃত হয় ভয়াল রহস্যের জালে। শুধু নিছক ভয় নয়, তার সঙ্গে মিশে থাকে অনির্দেশ্য এক ইশারা। ঘটনার ঘনঘটায় কেবলমাত্র আচ্ছন্ন না হয়ে কাহিনির মূল চরিত্রের সঙ্গে পাঠক রীতিমতো পথ চলতে শুরু করেন। যেখানে একবিন্দু স্থির থাকার অবকাশ নেই।
If you are a BSPP, Login to your account and use the coupon code provided to get a huge discount
Click on our representative below to chat on WhatsApp or send us an email to cslfbooks@gmail.com