ছোটকা, মানে অরিন্দম সেন পেশায় অংকের অধ্যাপক। পেশার বাইরে তার দুটি নেশা। একটি লেখালেখি, অন্যটি এই টিকটিকি গিরি। এই গ্রন্থের কাহিনিগুলো গোয়েন্দা গল্পের পরিচিত ছকের মধ্যে সীমাবদ্ধ হলেও মারদাঙ্গা, পিস্তলের ব্যবহার, এসব ছোটকার কাহিনিতে কার্যত অনুপস্থিত। কাহিনিগুলি পছন্দ হবে তাদের, যারা ধাপে ধাপে রহস্য উদঘাটনে প্রকৃত রসাস্বাদন করতে পারেন। অংকের অধ্যাপক পছন্দ করেন যুক্তি মেনে সিঁড়ি ভাঙ্গা অংকের মতো ধাপে ধাপে সমস্যার সমাধানে পৌঁছাতে। অর্থাৎ, মারণাস্ত্র নয়, ফেলুদার মতো মগজাস্ত্রই ছোটকার হাতিয়ার। আর এই জটিল সমাধানের পথে সঙ্গী হিসেবে আছে ছোটকার ভাইপো দিপু, যে কিনা এসব কাহিনির কথোকও বটে। আর এমন একজন কথক কাহিনিগুলো উপস্থাপিত করায় ছোটকার গল্পগুলিতে কখনোই ছোটকা সুপারহিরো হয়ে ওঠে ফলে গল্পের আড়ালে আমাদের চেনা পরিচিত জগতের মধ্যেই খুঁজে নিতে কোনও অসুবিধা হয় না।
If you are a BSPP, Login to your account and use the coupon code provided to get a huge discount
Chotka, whose real name is Arindam Sen, is a professor of mathematics. Outside of his profession, he has two passions—writing and detective work. The stories in this book follow the classic structure of detective stories, but they do not include much action or the use of guns. Instead, they focus on solving mysteries step by step. These stories are perfect for readers who enjoy logical reasoning and gradual problem-solving. As a math professor, Chotka likes to solve mysteries just like solving a complex math problem—step by step, with logic. He does not use weapons; instead, like Feluda, he relies on his intelligence. Chotka’s nephew, Dipu, is his companion in these adventures and also the narrator of the stories. Since the narrator presents the events in a natural way, Chotka never appears as a superhero. This makes the stories feel real and relatable, as if they are happening in the world we know. |
Click on our representative below to chat on WhatsApp or send us an email to cslfbooks@gmail.com