fbpx

Invited Writing 2025

✍🏼#লেখার_আমন্ত্রণ_২০২৫

👇#এল_এফ_বুকস

🙏🏻সকল সম্মানীয় লেখক-লেখিকার কাছে সাসপেন্স_বার্ষিকী_৫,  শিহরন_বার্ষিক_সংখ্যা_৪ এবং রহস্য_রোমাঞ্চ ডিজিটাল-এর জন্য লেখার আমন্ত্রণ জানানো হচ্ছে। বিশদে নিয়মকানুন পাবেন #এল_এফ_বুকস_ইন্ডিয়ার ওয়েবসাইটে Publish with Us সেকশনে। https://lfbooksindia.com/publish-with-us/💡

🎙️এখন থেকে প্রতি বছর ‘শিহরন’ জুলাই মাসে আর ‘সাসপেন্স বার্ষিকী’ অগাস্ট মাসে প্রকাশিত হবে। ‘রহস্য-রোমাঞ্চ’ ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতি সপ্তাহে নতুন নতুন লেখা আসবে (সঙ্গে পডকাস্ট)। 

এক অন্য জগতে নিয়ে যাব আমরা আগামী ১ জুন থেকে। চোখ রাখুন রহস্য-রোমাঞ্চ ডিজিটালে #rahasyaromancho.com

🤝#লেখা_পাঠানোর_নিয়ম

🔎প্রথমত, ‘সাসপেন্স বার্ষিকী’, ‘শিহরন’ আর ‘রহস্য-রোমাঞ্চ’ ডিজিটালের চরিত্র বুঝে লেখা পাঠাবেন। লেখা মনোনীত হয়েও সর্বাধিক এক থেকে দু’বছর প্রকাশের অপেক্ষায় থাকতে হতে পারে, মাথায় রাখুন। মনোনীত লেখা প্রকাশের ক্ষেত্রে ইমেলে লেখা পাঠানোর ‘সিরিয়াল’ প্রাধান্য পাবে।

✒️সম্পূর্ণ মৌলিক অপ্রকাশিত লেখা পাঠাতে হবে ইউনিকোড বাংলায় ওয়ার্ড ফাইলে ইমেল করে। হাতের লেখা পোস্টে বা ছবি তুলে পাঠাবেন না। কোনও পুরানো গল্পের পরিমার্জন বা জনপ্রিয় সিনেমা বা বিদেশি গল্পের ছায়া অবলম্বনে লেখাও পাঠাবেন না।

🗒️শব্দসংখ্যার হিসাব: গল্প কমবেশি ৫০০০। নভেলা কমবেশি ১০০০০। উপন্যাস কমবেশি ২৫০০০ এবং অনুবাদ কমবেশি ১৫০০০ রাখা যাবে। যদিও লেখার মান অনুসারে কমপক্ষে ২০০০ থেকে ১,০০,০০০ বা তার বেশি বড় লেখাও মনোনীত হতে পারে।

✝️যে কোনও বিদেশি অনুবাদের ক্ষেত্রে লেখকের মৃত্যুসাল ১৯৭৩-এর আগে হতে হবে। মূল লেখকের নাম এবং মূল লেখার নাম অবশ্যই উল্লেখ করতে হবে। এছাড়া বিভিন্ন রকম নিবন্ধ, ফিচার, পাঠানো যাবে। কমবেশি শব্দসংখ্যা ২০০০ আবশ‍্যিক।

✅লেখার বিষয় সব ধরনের রহস‍্য-রোমাঞ্চ, পিওর মিস্ট্রি, ডিটেকটিভ, থ্রিলার, অলৌকিক, কল্পবিজ্ঞান, শিকার, ঐতিহাসিক, পৌরাণিক, খেলা বা অন্যান্য যেকোনও অ্যাডভেঞ্চার, ইতিহাস, রাজনীতি ইত্যাদি টান-টান লেখা পাঠানো যাবে। অযুক্তিকর বাণিজ্যিক ফিল্মের থ্রিলার, ফ্যান্টাসি, ভৌতিক ও তন্ত্রমন্ত্রের লেখা পাঠাবেন না। ‘সাসপেন্স বার্ষিকী’তে প্রাপ্তমনস্ক লেখা নেওয়া হবে না কিন্তু ‘শিহরন’-র জন্য প্রাপ্তমনস্ক (ম্যাচুওর কনটেন্ট) লেখাই বিবেচ্য। রহস্য-রোমাঞ্চ ডিজিটালের ক্ষেত্রে একেবারে ছোটদের জন্য কোনও লেখা নেওয়া সম্ভব নয়।

 🔀লেখা মনোনয়নের সময়, কমপক্ষে ৯ থেকে ১২ মাস লাগবে। মনোনীত হলে তবেই ইমেল পাবেন। পাঁচ সদস্যের সম্পাদক মণ্ডলীর (ISP) মতামতই চূড়ান্ত। লেখাটি শেষ পর্যন্ত ‘শিহরন’ নাকি ‘সাসপেন্স বার্ষিকী’ নাকি ‘রহস্য-রোমাঞ্চ’ ডিজিটালে প্রকাশিত হবে তা একমাত্র সম্পাদক মণ্ডলীর (ISP) মাধ্যমেই সিদ্ধান্ত হবে। মনোনীত লেখা কোনও কারণেই ‘তুলে নেওয়া’ বা ‘ফেরত নেওয়া’ যাবে না। এরকম হলে, সেক্ষেত্রে ভবিষ্যতে সেই লেখকের লেখা মনোনয়নে অপারগ থাকব আমরা।

📧লেখা পাঠানোর সময় সাবজেক্ট লাইনে লিখুন সাসপেন্স বার্ষিকী ২০২৫/ শিহরন ২০২৫/ রহস্য-রোমাঞ্চ ডিজিটাল। মেলবডিতে লিখুন যে লেখাটি পাঠাচ্ছেন তার নাম, বিষয় এবং আনুমানিক শব্দসংখ‍্যা। সঙ্গে পাঠান সাম্প্রতিক ছবি ও লেখক পরিচিতি। ইমেল করুন lfbookseditorial@gmail.com মেল আইডিতে। লেখা পাঠানোর সময়সীমা ৩১ ডিসেম্বর, ২০২৪

🔑মনোনয়ন পদ্ধতিতে কোনও ব‍্যাক্তিগত সুপারিশ, ফোনালাপ, রিকোয়েস্ট, লবি, ফ‍্যানফলোয়ার, অর্থবিনিয়োগের কোনও সুপারিশ গ্রহণ করা হবে না। লেখা মনোনয়নে শুধুমাত্র লেখার গুণগত মানই বিচার্য। লেখার একমাত্র মনোনয়ন হয় সম্পাদক মণ্ডলীর (ISP) হাতে, পত্রিকা সম্পাদকের হাতে নয়। যে কেউ লেখা পাঠাতে পারেন, বহু পত্রিকায় লেখার অভিজ্ঞতা থাকলে বা অনেক বইয়ের গ্রন্থকার হলে বা সম্পূর্ণ নতুন লেখক হলে কোনও অতিরিক্ত সুবিধা পাবেন না। লেখার মানই শেষ কথা। সৌজন্য কপি ও সাম্মানিক পত্রিকা প্রকাশের পরে সময় মতো পাঠাব আমরা। অনুগ্রহ করে ধৈর্য রাখবেন। প্রয়োজন হলে ইমেল করবেন। ধন্যবাদ।

🪄এল_এফ_বুকস_ইন্ডিয়া

সম্পাদকীয় দপ্তর (ISP)

Advt 02/05/24

Saileshwar Ghosh Rachana Samagra (1)

LF Books India is a publication house of a large and heterogeneous association  receptive to a variety of topics, whether scholarly or popular without any biased perspective. Saileswar Ghosh, an anarchist poet of Hungry Generation, who has not enjoyed lavish praise and a mass of prizes during his poetical journey, created a furore jeopardizing the basic concept and structure of Bengali poetry.With other foot soldiers of Hungry Generation movement he threw himself into every thing, with his typical hungry language disapprobated by the bourgeois standardization of literature.Rightly said by Howard McCord, with regard to hungry poets (Their poems record the ugly numbing truth that most men delight in their horrors).In this most ambitious project, we like to introduce Saileswar to neo Avant-garde readers in a many of his oeuvre that reveal as much about the author and his own works as they do about his concept of poetry, contemporary literature and glorious global thoughts.The linguistic alienation, the resultant effect of imperialism, is obviously absent in Saileswar Ghosh.His poetry has explored a literal geographical displacement causing a destabilizing effect on Bengali readers of poetry.So, this is one essential book for every reader who wants a group of poets who once challenged the existing canon and dominate ideas of literature and culture.

Saileshwar Ghosh Rachana Samagra

Part 1 : Poetry

Edited by Sabyasachi Sen

An Important Payment support Notice

All Credit Card (Stripe) and Debit Card, Net Banking, UPI (Cashfree) is currently available. You can also pay thorugh Paytm and BHIM UPI. Our UPI code is Q67790912@ybl. The QR codes are given above. 
Once done, send the screenshot of successful payment at sellslfbooks@lfbooksindia.com, and we will send the reciept for payment to your mail id. 
We are here to help in any payment related difficulties.

Please send mail at inquiry@lfbooksindia.com

Subimal Mishra Somalochona Sangraha (Vol. 1 & Vol. 2)

Known as the only iconoclast of bengali literature, the works of Subimal Mishra have always created a jarring effect on the readers. Like a true heretic, he broke the walls of conventions of bengali literature by using the cut up method of William Burroughs in his unique way. Highly influenced by the movies of Jean-Luc Godard and Sergei Eisenstein, he kept on experimenting by using film language in his writings. In 2015, Bagher Bachcha 1 Subimal Mishra Sankhya was published in Kolkata Bookfair. In 2019, Bagher Bachcha 5: Fire Dekha Subimal Mishra Sankhya. Both of these magazines are well appreciated by the readers and were completely sold within two years of publication. But readers keep on enquiring about these two magazines. Liber fieri publishing house has taken the responsibility of selecting choicest creations of essayists and critiques published on those two magazines. Under the patronage and editing skills of Swapan Ranjan Haldar, all these works will be published  in two separate parts. These books will be much more than just a different read. It will offer a crucial ray of light that makes you a better reader and stronger appreciator of bengali literature.

Subimal Mishra Somalochona Sangraha (Vol. 1 & Vol. 2)

Edited By : Swapan Ranjan Haldar

Bharatiya Rajneetir Abhidhan

Independent India has already surpassed eventful seven decades. At the time of independence several personalities from different corners of this world expressed their concern whether India would be able to fulfil the expectation of Democracy. Over the decades India faced a lot of political turmoil. But at the end of the day, Democracy has not only won, but also  established its stronghold on the entire country. The present dictionary tries to capture all the major political events that have taken place till date in a very lucid, informative and analytical way. The book will certainly prove to be invaluable to the academicians, journalists, politicians as well as general readers who want to be acquainted with the nature and trends of our democracy.

Bharatiya Rajneetir Abhidhan

Author : Anindya Bhukta

Kamalkumar Majumder

Literature, cinema, painting, sculpture, theater; Kamalkumar Majumder had shown his prowess in each of the fields of arts. It is simply impossible to introduce Kamalkumar with a simple adjective. Throughout his life, Kamalkumar broke all the archaic conception of bengali arts and culture. He kept on experimenting and catering the readers with works of literature of a different taste. These two books peeps into the life, literature and art of Kamalkumr Majumder to help the readers get acquainted with this literary enigma. These books disects his perception towards life and literature to find out how he amalgamated the traditions with new age ideologies in his works, music, folk art and culture as well as a teacher and social worker.


Kamal kumar Mazumder : Jeeban O Sahitya 1st Part Coming Soon


Author : Hiranmoy Gangopadhyay

Mohiner Ghoraguli

The band owed its name to Jibanananda Das, a renowned poet of Bengali literature who subverted the language of Bengali poetry in his own style. In the late 70s a Bengali band started  a musical journey mesmerizing the bengali audience who had no access  to such music till then. This way Mohiner Ghoraguli came into existence whose diction of lyrics and singing style ushered in a new anesthetics.Snuffing out the traditional structure of music of the older generation, their songs animated  the community of the youth and transmitted the spirit of a higher ineffable vitalism.Under the legendary leadership of Goutam chattopadhyay Mohin started their journey self-reflexively in the aftermath of a failed, revolutionary venture experiencing a crisis of faith. Their music has a rupturing effect on the bengali listeners who dispassionately observed the whole scenario from a distance and they have relinquished any coherent claims for pure music. They did not have to contemplate an assured future.Their searching was to find out the real identity with the varied layers of generational perspective. Under the impressive guidance of Goutam chattopadhyay, Mohin was a band woven into the collective action of indeterminate “we”. Disenchantment with the precarious surround, the politics of music was very obvious in their songs.

Mohiner Ghoraguli

Edited By Ujjal Bandyopadhyay

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    ×

    Hello!

    Click on our representative below to chat on WhatsApp or send us an email to cslfbooks@gmail.com

    ×